বার্সেলোনায় খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৭ ২০২০, ২০:০৩

বার্সেলোনা স্পেন প্রতিনিধি: বার্সেলোনায় খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী পালিত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবারস্থানীয় সময় রাত সাড়ে ৮ ঘটিকায় বার্সেলোনার প্রানকেন্দ্র calle carretes এর তান্দুরী নাইট রেস্টুরেন্টের কন্ফারেন্স হলে খেলাফত মজলিস বার্সেলোনা শাখার উদ্যোগ এ প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি জনাব মাওঃ শাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মাওঃ বদরুল হক্বের পরিচালনায় সম্মেলনের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ সুলতান আহমদ মাহদী ও স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি জনাব এম আব্দুল গফুর ইমরান।

এতে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কাতালোনিয়া প্রদেশের পরিচালক অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপীয় দায়িত্বশীল মাওলানা মোঃ আলিম উদ্দীন, বক্তব্য রাখেন খেলাফত মজলিস বার্সেলোনা শাখার সহ সভাপতি মাওঃ হাঃ আব্দুল মজিদ, সহ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মখন, তারবিয়্যাহ সম্পাদক মাওঃ শরফ উদ্দিন আজাদ, প্রচার সম্পাদক মাওঃ হাঃ মাসুদুর রহমান প্রমুখ।

সম্মেলনে বক্তারা খেলাফত মজলিসের বিগত ৩০ বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, “খেলাফত মজলিস ১৯৮৯ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে গণমানুষের অধিকার আদায় ও একটি ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে” বক্তারা আরো বলেন “বাংলাদেশে যখনি কোন নাস্তিক মুর্তাদ মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করেছে টিক তখনি খেলাফত মজলিস রাজপতে সোচ্চার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করতে সক্ষম হয়েছে তাই খুব অল্প সময়ের মধ্যেই এই সংগঠন জনগনের কাছে একটি গ্রহনযোগ্য ইসলামি সংগঠন হিসাবে প্রকাশিত হতে পেরেছে” পরিশেষে সভাপতির বক্তব্য ও জনাব মাওলানা শরফ উদ্দিন আজাদের মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।