বার্মিংহাম ও মিডল্যান্ড খেলাফত মজলিসের শুরা অধিবেশন সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৯ ২০১৮, ২৩:২৭

বক্তব্য রাখছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

একুশে জার্নাল: খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ডের শুরা অধিবেশন সম্পন্ন হয়েছে। গত ২৮ শে মার্চ বুধবার খেলাফত মজলিস মিডল্যান্ড সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও বার্মিংহাম সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের পরিচালনায় আস্টনস্থ স্থানীয় দারুসসুন্নাহ একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়।
শুরা অধিবেশনে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে বার্মিংহাম সভাপতি ও সেক্রেটারী নির্বাচিত হন যথাক্রমে মাওলানা এনামুল হাসান ছাবির ও আ ফ ম শুয়াইব।
মিডল্যান্ড সভাপতি ও সেক্রেটারী যথাক্রমে ক্বারী আব্দুল মুকিত আজাদ ও সৈয়দ কবির আহমদ নির্বাচিত হন। নির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করান যুক্তরাজ্য সভাপতি মাও সাদিকুর রহমান।

মিডল্যান্ড শাখার পুর্ণাঙ্গ কমিটি:

সহ সভাপতি- মাও ওলিউর রহমান
সহ সভাপতি- মাও আনহারুল ইসলাম চৌধুরী
সহ সভাপতি- মাও সৈয়দ হাফিজ কফিল আহমদ
সহ সভাপতি- মাও সৈয়দ সামসুজ্জামান
সহ সভাপতি-জনাব আলহাজ্ব মুফিদুল গনী মাহতাব
সহ সভাপতি- জনাব আলহাজ্ব আব্দুল গনী
সহ সেক্রেটারী- হাফিজ মাও হাবীবুর রহমান
বায়তুলমাল সম্পাদক- মাও আনছার উদ্দিন
সাংগঠনিক সম্পাদক- মাও নুরুল আমীন মুন্না
প্রচার সম্পাদক- মাও ফেরদাউস আহমেদ সহ ১৬ সদস্য বিশিস্ট কমিটি ঘোষনা করা হয়।

সদস্য-
হাফিজ মাও সুলাইমান আহমদ
আলহাজ্ব জালাল উদ্দিন
আলহাজ্ব তজির আলী
সুহেল আহমদ

বার্মিংহাম শাখার পুর্ণাঙ্গ কমিটি:
সহ সভাপতি- আলহাজ আব্দুল মালিক পারভেজ,
সহ সভাপতি- আলহাজ্ব খছরু খান,
সহ সভাপতি- মাওলানা নজরুল ইসলাম,
সহ সভাপতি- মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ,
সহ সভাপতি- আলহাজ্ব আব্দুল ওয়াদুদ,
সহ সভাপতি- আলহাজ্ব সৈয়দ ফজলুস সামাদ,
সহ সেক্রেটারী- হাফেজ মাওলানা শাহেদ আহমদ।
বায়তুল মাল সম্পাদক- হাফেজ হুসাইন আহমদ,
সাংগঠনিক সম্পাদক- মাওলানা ফয়েজ আহমদ,
প্রশিক্ষণ সম্পাদক-মাওলানা বাহার উদ্দীন,
প্রচার সম্পাদক- হাফেজ নোমান বিন সাইফ।
সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভা শেষে মুনাজাত ও মেহমানদের আপ্যায়ন করা হয়।
-প্রেস বিজ্ঞপ্তি