বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৯ ২০২০, ২০:১২

বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল গতকাল ৮ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট আলেম মাওলানা শামছুদ্দীন ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন।

মতবিনিময় সভায় বার্মিংহাম শাখার প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহসান হাবিব,হাফিজ মাওলানা মুহসিন হাক্কানী সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক সদ্য বাংলাদেশ সফরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।পরিশেষে বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা যুবায়ের আহমদ আনছারী সাহেব এর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।