বার্মিংহামে খতমে নবুওয়ত সন্মেলন অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৪ ২০১৯, ০০:১৯

সলিম বিশ্বের বিভিন্ন দেশে কাদীয়ানিদের অমুসলিম ঘোষনা করলে ও বাংলাদেশে সরকার পৃষ্টপোষকতাই করছে ——নুরুল ইসলাম চট্রগ্রামী।

একুশে জার্নাল ডেস্ক: দিয়ানীদের অপতৎপরতা দিন দিন বাংলাদেশে বেড়েই চলছে। বার বার দাবী জানানোর পর ও সরকার কর্ণপাতই করছেনা, মুসলিম বিশ্বের অন্যান্য দেশে তাদের অমুসলিম ঘোষনা করলে ও বাংলাদেশ সরকার তাদের পৃষ্টপোষকতা করেই চলছে। শক্তিশালী একটি আন্দোলন দাঁড় করাতে না পারলে তাদের অপতৎপরতা রুখা যাবেনা।

গতকাল ২রা জুলাই মংগলবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ – মিডল্যানডস শাখার উদ্যোগে দারুসুননাহ একাডেমীতে এক সম্মেলনে আন্তর্জাতিক খতমে নবুওয়তের সেক্রেটারী জেনারেল আল্লামা নুরুল ইসলাম চট্রগ্রামী একথাগুলো বলেন। মিডলেন্ডস শাখা সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সেক্রেটারী ক্বারী আব্দুল মুকিত আজাদের পরিচীলনায় অনুষ্টিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  হাফেজ মাওলানা আব্দুর রব ফয়েজী .মুফতি তাজুল ইসলাম
.
মুফতি নূরল ইসলাম . হাফেজ মাওলানা আবদুল্লাহ হাসান .মাওলানা সাইফুল আলম।

অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন মাওলানা এনামুল হাসান ছাবীর. সৈয়দ কবীর আহমদ. মাওলানা আ ফ ম শুয়াইব . মাওলানা ফয়েজ আহমদ . হাফেজ নুমান বিন সাইফ .হাজী হান্নান উল্লাহ হাজী আইয়ুব মিয়া আব্দুল জলিল প্রমুখ ।