বাবুনগরী’র পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার দাবি হেফাজতের: আসতে পারে কর্মসূচি
একুশে জার্নাল
জানুয়ারি ২৭ ২০১৯, ১৫:১৮

হাবীব আনওয়ার,হাটিহাটহাজারী প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা বাবুনগরী (৭০) অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল ২৬ ই জানুয়ারী (শনিবার) বিকালে তাকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় আনা হয়েছে বলে তার খাদেম হাফেজ জুনাইদ আহমাদ জানিয়েছেন।
তিনি জানান, হেফাজত মহাসচিব বার্ধক্যজনিত রোগসহ দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত।গত ক’দিন যাবত সাস্থের অবনতী দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
এদিকে হযরতের ভক্তবৃন্দ ও হেফাজত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বেশ কয়েক বছর যাবৎ হার্ট, কিডনি, ডায়াবেটিস, কোলেস্টরল, উচ্চরক্তচাপসহ আরো বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আল্লামা জুনায়েদ বাবুনগরী।ডাক্তারদের দাবি অনুয়ায়ি তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া খুবই প্রয়োজন। কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারছেন না। সরকার তার ব্যক্তিগত পাসপোর্ট জব্দ করে রেখেছেন।
পাসপোর্ট ফিরিয়ে আনার জন্য হেফাজতের পক্ষে থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা জানতে চাইলে,হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাও.জাকারিয়া নোমান ফয়জী বলেন, হেফাজতের পক্ষে থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।এবং হেফাজতের শীর্ষ নেতারা বিভিন্ন মহলে যোগাযোগ শুরু করেছেন।
হেফাজত কোন কর্মসূচি দিবে কিনা এমন প্রশ্নের উত্তরে মাও.জাকারিয়া নোমান ফয়জী বলেন, কর্মসূচি বিষয়েও আলোচনা হচ্ছে।তবে আমরা আশা করি কোন কর্মসূচি দেবার আগেই সরকার বাবুনগরীর পাসপোর্ট ফিরিয়ে দিবেন। তবে সরকার এবার যদি কোন প্রকার টালমাটাল করে তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে বাবুনগরীর ছাত্র ও ভক্তদের সাথে কথা বললে,তারা হেফাজত নেতাদের উপরে অসন্তস প্রকাশ করে বলেন, হেফাজত ইসলামের শীর্ষ নেতারা চেষ্টা করলেই হযরতের পাসপোর্ট ফিরিয়ে পাওয়া খুবই সহজ।করণ, অনেক নেতাদের সাথে সরকারের সখ্যতা রয়েছে।কিন্তু তারা কেন যেন, এবিষয়টি এড়িয়ে যাচ্ছেন।
হেফাজত নেতাদের প্রতি আহবান জানিয়ে তারা বলেন, হযরতের পাসপোর্ট ফিরিয়ে আনার ব্যাপারে হেফাজতের ব্যবস্থা নিতে হবে।প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে হবে।
প্রসঙ্গত, ২০১০ সালে প্রতিষ্ঠিত ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ব্যাপক আলোচনায় আসে ২০১৩ সালে। কথিত নাস্তিক ব্লগারদের বিচার চেয়ে মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ করে সাংগঠনিক শক্তির জানান দেয় অরাজনৈতিক এই সংগঠনটি।
তবে ওই বছরের ৫ মে শাপলা চত্বরের ঘটনার পর সংগঠনটির মহাসচিব আল্লামা বাবুনগরী গ্রেফতার হয়েছিলেন। সে সময় তার পাসপোর্টটি নিয়ে নেয়া হয়।