বাবুনগরীর পাসপোর্ট নিয়ে হাসপাতালে প্রধানমন্ত্রীর সামরিক সচিব

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৯ ২০১৯, ১২:৫২

একুশে জার্নাল ডেস্ক:হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট নিয়ে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর  জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদিন।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমিন সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘আমি এখন (সন্ধ্যা ৬টা ২৫ মিনিট) বারডেমে আল্লামা বাবুনগরীর পাশেই আছি। প্রধানমন্ত্রীর সামরিক সচিব কিছুক্ষণের মধ্যে পাসপোর্ট নিয়ে হাসপাতালে আসছেন।’

প্রধানমন্ত্রীর সামরিক সচিব আল্লামা বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তার চিকিৎসা বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বলে জানান মুফতি নুরুল আমিন।

উৎস-ইসলাম টাইম