বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণের রায়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল
একুশে জার্নাল
নভেম্বর ১৫ ২০১৯, ১৬:৫৪
জুনায়েদ আহমেদ: ভারতের ঐতিহ্যবাহী বাবরি মসজিদের জায়গায় হিন্দুদের মন্দির নির্মাণের পক্ষপাতমূলক রায়ের প্রতিবাদে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যােগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) জুমার নামাজের পর শহরের ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়া মাদরাসার সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে মসজিদ রুট হয়ে প্রেসক্লাবে গিয় শেষ হয়। এসময় উত্তেজিত জনতাকে “মোদির গালে গালে জুতা মারো তালে তালে, বাবরি মসজিদের জায়গা ফিরিয়ে দে, ফিরিয়ে দিতে হবে, হে মুসলিম অস্ত্র ধর, বাবরি মসজিদ মুক্ত কর” ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। মিছিলকে ঘিরে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃস্থানীয় ওলামায় কেরাম ও ধর্মপ্রাণ জনসাধারণ।