বান্দরবানের লামায় অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব
একুশে জার্নাল
মার্চ ১৫ ২০২০, ২২:৫৭
কাজী রিফাত জাহান, চট্টগ্রাম প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় সদর ইউনিয়নের দুর্গম লাইল্যা মুরুং পাড়ায় অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ইতিমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে দুতিয়া মুরুং (৭) নামের এক শিশুর মৃত্যু ও পাড়ার আরো প্রায় ৩৫ নারী পুরুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মৃত দুতিয়া মুরুং লাইল্যা মুরুং পাড়ার বাসিন্দা মেনহাত মুরুংয়ের ছেলে। এদিকে এলাকাবাসী বলছে— হাম রোগে শিশু দুতিয়া মারা গেছে।
লাইল্যা মুরুং পাড়া কারবারী লাতুং মুরু বলেন, ‘গত কয়েকদিন আগ থেকে হঠাৎ পাড়ার প্রতি ঘরে ৩-৪ জন করে শিশু নারী পুরুষ অসুস্থ হয়ে পড়ে। আক্রান্তদের গায়ে গুটি উঠেছে পাশাপাশি প্রচণ্ড জ্বর ও সাথে কাশি। পাড়ায় মোট ৮টি পরিবার রয়েছে। ইতিমধ্যে এ রোগে আমার নাতি দুতিয়া মুরুং মারা গেছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ‘লাইল্যা মুরুং পাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্তের খবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, ‘অজ্ঞাত রোগে আক্রান্ত পাড়ায় স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে। স্বাস্থ্যকর্মীরা ফিরে আসলে হাম রোগ কিনা বিস্তারিত জানাতে পারবো।’
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা বলেন, ‘আগামী ১৮ মার্চ থেকে বান্দরবানে ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী ১লাখ ১৭ হাজার ৫০০জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।’