মাধবপুরে মামলা দায়েরের পর বাদীকে প্রাণনাশের হুমকি
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৬ ২০২২, ০৯:৫৫

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আদালতে মামলা দায়েরের জেরে বাদীকে বিভিন্নভাবে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মামলা সুত্রে, জানা যায় চলিত বছরের ১ মে (রবিবার) উপজেলার বুল্লা ইউনিয়নের পাটুলী গ্রামের মৃত সামসু মিয়ার পুত্র নুহেল মিয়া (২৮) ও জসিম মিয়া( ৪০) একই গ্রামের মৃত ধনু মিয়ার পুত্র শাহিন মিয়া কে দেশীয় অস্ত্র ও ইট দিয়ে শরিরের বিভিন্ন জায়গায় আঘাত করলে শাহিন মিয়া মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে আদালতে মামলা দায়েরের আবেদন করলে।আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এর পর থেকে আসামী নুহেল মিয়া, জসিম মিয়া ও শামিম আহমেদ বিভিন্ন ভাবে মামলার বাদীকে প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাদী শাহীন মিয়া জানান, আসামীরা খুব খারাপ প্রকৃতির লোক, মামলা দায়েরের পর থেকে বিভিন্ন ভাবে আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এখন আমি পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।
এই বিষয়ে জানতে আসামী নুহেল মিয়া ও জসিম মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।