বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ বাড়াতে হবে; মনসুরুল আলম মনসুর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৬ ২০২০, ১৫:০২

ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বলেছেন প্রস্তাবিত বাজেট ২০২০-২০২১ এ শিক্ষাখাতের বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম দেয়া হয়েছে। বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ দেখে মনে হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সরকারের সুস্পষ্ট কোন পরিকল্পনা নেই। সেই গতানুগতিক তালে নাম মাত্র একটা অংশ বরাদ্দ দেয়া হয়েছে। অথচ বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির সমন্বয় করতে শিক্ষাখাতের বরাদ্দ আরও অনেক বেশি হওয়ার দাবি রাখে। তাছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন বিষয়ে গবেষণার জন্য গবেষণা খাতেও বরাদ্দের পরিমাণ আরও বৃদ্ধি করা উচিত ছিল। তিনি আরও বলেন, স্বার্থান্বেষী নেতৃত্ব ও দুর্নীতিবান্ধব আমলাতান্ত্রিকতার কারণে বাজেটের সিংহভাগ মাঝপথেই গায়েব হয়ে যায়। এসবের কারণে বাজেটের পর বাজেট হয় কিন্তু কার্যত কোন পরিবর্তন দেখা যায় না। কাজেই শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি জনগণের সম্পদ যেন যথাযথ ব্যবহার হয়, সেই বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।

১৫ ও ১৬ জুন ২০২০, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নির্ধারিত সদস্যদের নিয়ে আয়োজিত দু’দিন ব্যাপী ভার্চুয়াল কর্মশালার সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত কর্মশালায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, মাওলানা মুহাম্মদ আজিজুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আহমেদ আলী কাসেমী, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ আবু হাসিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মাওলানা ওযায়ের আমীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহীন, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাব্বীর আহমাদ, সিলেট মহানগরী সভাপতি আফজাল হোসাইন কামিল, সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইন প্রমুখ।