বাজারে জনসমাগম ঠেকাতে ডামুড্যা উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৯ ২০২০, ১৬:২১

ইয়ামিন কাদের নিলয়- শরীয়তপুর জেলা প্রতিনিধি;

দেশের অন্যান্য স্থানের মতো মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ডামুড্যা উপজেলার জনগণের উপরও রয়েছে ঘরে থাকার নির্দেশনা। কিন্তু হাটের দিন বাজার গুলোতে ঠেকানো যাচ্ছে না জনস্রোত। প্রতিটি রাস্তাঘাটে বাড়ছে মানুষের চলাচল।যতক্ষণ পর্যন্ত প্রশাসনের টহল বিদ্যমান ঠিক ততক্ষণ পর্যন্ত-ই লোকজন আড়ালে থাকছেন।

প্রশাসনের টহল চলে যাবার পরই আবার বাজারগুলো লোকে লোকারণ্য। বাজারে লুকোচুরি করে ভিড় করে গ্রামের কিছু অসচেতন মানুষ। উৎসুক জনতার এমন দৃশ্য হাটের দিনে চোখে পরার মত।এদিকে উপজেলার করোনার ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে হাটবাজারগুলো ও রাস্তাঘাটে জনসমাগম ঠেকানোর পাশাপাশি সবাইকে নিজ নিজ ঘরে থাকার অবিরাম প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় টহলও দেয়া হচ্ছে নিয়মিত। কিন্তু এক শ্রেণির অসেচতন মানুষ করোনাভাইরাস সংক্রমণকে উপেক্ষা হাটবাজারগুলোতে ভিড় জমাচ্ছে প্রশাসনের নজরদারি চলে যাবার পর।তাই আজ ডামুড্যা বাজারসহ বিভিন্ন জায়গায় জনস্রোত ঠেকাতে ডামুড্যা উপজেলা প্রশাসন কঠোর অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে ০২ ব্যক্তিকে ৩০০০ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন জনাব মুর্তজা আল-মুয়ীদ, ইউএনও, ডামুড্যা,জনাব আবদুল্লাহ আল মামুন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জনাব এমারত হোসেন, ইন্সপেক্টর(তদন্ত),ডামুড্যা থানা।

উপজেলা প্রশাসন বলেন, সরকারের নির্দেশনা উপেক্ষা করে উৎসুক জনতা নিজেরাই নিজেদের সর্বনাশ ঢেকে আনছে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের মাধ্যমে। যা পুরো এলাকার জন্য হয়ে উঠবে প্রাণঘাতী।করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে বারবার উপজেলা প্রশাসন থেকে প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে জরুরি কাজ সম্পন্নের কথা বলা হচ্ছে। উপজেলার বিভিন্ন হাটবাজারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের জরিমানাও করা হচ্ছে। বর্তমান এ সংকটকালীন সময়ে উপজেলাবাসী যদি বিষয়টি বুঝতে চেষ্টা না করেন, তাহলে প্রশাসন আরো বেশি কঠোর হতে বাধ্য হবে।