বাউফলে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদ্যুতায়নের উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৭ ২০২০, ১৬:৫৫

সাব্বির হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ- সারাদেশের ন্যায় বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি। (সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিষ্ঠান কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ)।
বাউফল উপজেলার পশ্চিম রাজাপুর, কায়না, কৌখালী, বিলবিলাস, দ্বিপাশা, তাতেরকাঠি গ্রামের বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, ডিজিএম আবুল কালাম আজাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু প্রমূখ।