বাংলা বাড়ির নবীন লেখক আড্ডার ২য় আসর সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৩ ২০১৮, ০৪:৩৪

 

হাবীব আনওয়ার

প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতা প্রশিক্ষণমুলক প্রতিষ্ঠান বাংলা বাড়ির নবীন লেখক আড্ডার ২য় আসর সফলভাবে সমাপ্ত হয়েছে।গতকাল ২রা নভেম্বর (শুক্রবার) হাটহাজারী নুর মসজিদ সংলগ্ন বাংলা বাড়ি মিলনায়তনে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

কলমে ও কণ্ঠে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ের শ্লোগানে একঝাঁক তরুণ নবীন লেখকদের নিয়ে গড়ে উঠা এ কাফেলা ইতোমধ্যে আলোচিত ও রুচিবোধের পরিচয় প্রদান করেছে।

হাফেজ খালেদ সাইফুল্লার কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আড্ডায় একে একে স্বরচিত রচনা পাঠ, সাহিত্যালোচনা ও প্রশ্নোত্তর পর্ব মন কেড়েছে শ্রোতাদের।

হাবীব আনওয়ারের সঞ্চালনায় আড্ডায় উপস্থিত ছিলেন বাংলা বাড়ির পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, আল মুঈন সাহিত্য কাফেলার সাবেক দায়িত্বশীল মাওলানা ওয়ালিদ, মাসিক প্রবচন সম্পাদক মাওলানা কাজী হামদুল্লাহ, তরুণ লেখক এইচ এম জুনাইদ আহমাদ, তরুণ লেখক ওয়ালী উল্লাহ নোমানী, কবি এস এম মাসউদ বাঙ্গালী, তরুণ লেখক আব্দুল্লাহ আল মুনীর, ইব্রাহীম ফুয়াদ, কায়েস আল মুমিন।
এছাড়াও সঙ্গীতের মুর্ছনায় শিহরিত করেছেন শিল্পী ফয়সাল আহমাদ।

আড্ডায় বক্তরা, নবীন লেখকদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

সন্ধ্যা ৬ টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান রাত ১০টায় মাওলানা ইশতিয়াক সিদ্দিকীর গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়।

আড্ডার ৩য় আসর আগমী ১৬ই নভেম্বর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!