বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা শাখার মতবিনিময় সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৪ ২০১৯, ২৩:৩৯

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা শাখার এক জরুরী মত বিনিময় সভা কুমিল্লা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ২৪জুন সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট বদিউল আলম সুজনের সঞ্চালনায় ও এডভোকেট খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী প্রথিতযশা মানবাধিকার ব্যাক্তিত্ব, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট এলিনা খান

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অর্গানাইজিং ডাইরেক্টর এডভোকেট জিয়া হাবীব আহসান,

এতে আরো উপস্থিত ছিলেন (বিএইচআরএফ) কুমিল্লা শাখার সহ-সভাপতি এডভোকেট মু. সহিদ উল্লাহ,অর্থ সম্পাদক এডভোকেট এয়াকুব আলী চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনির হোসেন পাটোয়ারী,দপ্তর সম্পাদক এডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়া,

প্রচার সম্পাদক মু. ইব্রাহীম মনির,সম্মানীত সদস্য এড. ওবায়দুল্লাহ সরকার,এড. সাইদুল ইসলাম,এড. নাহিদা সুলতানা,এড. নাছির উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বদ্ধপরিকর আমরা,

সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান,এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী,,

তিনি আরো বলেন আমরা আইনজীবী মানবাধীকার কর্মীদের কে নিরিহ অসহায় মানুষের পাশে দাড়াতে হবে,, তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট ভুমিকা পালন করতে হবে,, একশটির মধ্যে দশটি মামলা ফ্রী পরিচালনা করার প্রচেস্টা থাকতে হবে। তাহলেই অধিকার বঞ্চিত ও নিরিহ মানুষের পাশে দাড়াতে পারবো আমরা