বাংলাদেশ সফরে আসছেন মোদি

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৬ ২০২০, ১১:১৬

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করবেন। বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক (২ ও ৩ মার্চ) ঢাকা সফরের পরে দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে এ ঘোষণা এলো। দু’দিনের ওই সফরে শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অন্য নেতা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, “প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। এ সফর সম্পর্কে যথাসময়ে আমরা আরও বিস্তারিত জানাবো।”

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে রবীশ কুমার আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।”

রবীশ কুমার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে “মুজিবর্ষ” উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, দেশটির সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দিল্লিতে সাম্প্রতিক দাঙ্গার পরিপেক্ষিতে মুজিব বর্ষে মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করেছেন অনেকেই। বিষয়টি নিয়ে সরকারের ওপর একধরনের চাপও সৃষ্টি হয়। তবে ক্ষমতাসীন দলের নেতাদের দাবি, মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কৃতজ্ঞতাসরূপ দেশটির প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।