বাংলাদেশ লেখক ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
আগস্ট ১১ ২০১৮, ১৬:৩৪
কাজী শহিদুল্লাহ ওয়াহিদ: গত শুক্রবার (১০ আগ) বিকাল তিনটায় নগরীর অলংকার আয়োজন রেষ্টুরেন্টে বাংলাদেশ লেখক ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় নতুন প্রজন্মকে সাহিত্য প্রেমী হিসাবে গড়ে তোলার জন্য, প্রখ্যাত কবি সাহিত্যকদের নিয়ে সাহিত্য আড্ডা,কবিতা পাঠের আসর,কবিতা পত্রিকা প্রকাশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি প্রখ্যাত কলাম লেখক মুফতি হাবিবুল্লাহ সোহাইল,সাধারন সম্পাদক কবি, ছড়াকার ও গল্পকার চকিত প্রাচুর্য এবং সাহিত্য সম্পাদক কবি মোহাম্মদ ইসমাইল হোসেন সহ প্রমুখ।