বাংলাদেশ যুব অধিকার পরিষদের রংপুর বিভাগীয় উপকমিটি ঘোষণা
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৯ ২০২০, ১৮:২৩
এস এ মিশন,সুন্দরগঞ্জ প্রতিনিধি: দেশে নতুনধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা বাংলাদেশ যুব অধিকার পরিষদের রংপুর বিভাগীয় কমিটি গঠন সম্পন্ন।
রংপুর বিভাগে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন ইব্রাহিম খোকন (যুগ্ম আহবায়ক), এরশাদুল হক (কেন্দ্রীয় সদস্য), রাশেদ শেখ(কেন্দ্রীয় সদস্য)।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহবায়ক মোহাম্মদ আতাউল্লাহ এবং সদস্য সচিব ফরিদুল হক উক্ত কমিটিকে অনুমোদন প্রদান করেন।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা জানিয়েছেন নতুন ধারার রাজনীতিতে রংপুর বিভাগের ৮টি জেলা সহ দেশব্যাপী তরুণদের যে মাধ্যমে যে যাত্রা শুরু করছে তার মাধ্যমে এ দেশ থেকে অন্যায় অপরাধ দুর্নীতি ও ধর্ষণ প্রতিরোধে সবসময় সক্রিয় থাকবেন। সেই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে আন্দোলন করে যাবেন।