বাংলাদেশ ব্যাংকের ক্যান্টিনে আগুন
একুশে জার্নাল ডটকম
জুন ২৪ ২০২০, ১৪:৩০

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের বাইরে ক্যান্টিনের গ্রাউন্ড ফ্লোরে কাগজের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বুধবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদত হোসেন।
তিনি বলেন, ১ টা ৩৮ মিনিটে এ বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের বাইরে ক্যান্টিনের কাগজের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে।