বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ সিলেট জেলা ও মহানগরের অভিষেক সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৪ ২০১৯, ০০:৪৯

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ সিলেট জেলা ও মহানগরের অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট (শনিবার) রাত ৮ ঘটিকায় নগরীর একটি অভিজাত হোটেলে  প্রজন্ম’৭১ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন রাহেলের পরিচালনায় ও সাধারন সম্পাদক জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও প্রজন্ম’৭১ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক -তানভীর আহমেদ চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন প্রজন্ম’৭১ কেন্দ্রীয় কমিটির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক- আবুল হাছান মোঃ নোমান, আরও বক্তব্য রাখেন প্রজন্ম’৭১ সিলেট জেলার সভাপতি ফাহিম আহমেদ, মহানগরের আহবায়ক এম হাফিজুর রশীদ, মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান তারেক, জেলার সহ-সভাপতি মাহতাব আহমেদ, মহানগরের যুগ্ম আহবায়ক জামাল আহমেদ জুম্মন, যুগ্ম আহবায়ক মোঃ আবদুল্লাহ,  মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান তারেক, যুগ্ম আহবায়ক ইমরান আলী, যুগ্ম আহবায়ক অঞ্জন দাস অঞ্জন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে একটি ফরমায়েশি রায়ে দেড় বছরের ও বেশী সময় ধরে নির্জন একটি পরিত্যাক্ত কারাগারে আটকে রাখা হয়েছে, এবং মিডনাইট নির্বাচনের মাধ্যমে তারা জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছে এই সংসদ অবৈধ বলেও জানান নেতৃবৃন্দ, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে যেকোন কর্মসূচী কেন্দ্র থেকে আসা মাত্রই আমরা রাজপথে ঝাপিয়ে পড়বো এবং এই স্বৈরাচারের কারাগার থেকে আমাদের মাতৃতূল্য নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ।