বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত- আগামী ২৬ জুলাই কর্মী সমাবেশ সফলের আহবান
একুশে জার্নাল
জুলাই ১৭ ২০১৮, ১৫:৩৩
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর মতবিনিময় সভা গতকাল ১৬ জুলাই পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সাধারন সম্পাদক মুফতি ছালেহ আহমদ,বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,ওমর ফারুক,প্রমুখ ।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শায়েখ মাওলানা ফয়েজ আহমদ বলেছেন,মানবতার মুক্তি ও কল্যাণ নিশ্চিত করতে সকল ক্ষেত্রে ইসলামী আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের বিকল্প নাই।ইসলামের সুমহান আদর্শের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সবাইকে একনিষ্ঠ ভাবে দ্বীনি আন্দোলনে কাজ চালিয়ে যেতে হবে।আর এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।সভায় নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বিশ্ব নন্দিত মুফাসসিরে ক্বোরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারীর যুক্তরাজ্য সফর উপলক্ষে লন্ডন মহানগরী শাখা আয়োজিত আগামী ২৬ জুলাই বৃহস্পতিবার কর্মী সমাবেশ সফল করতে দলের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।