বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৮:৪৭
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী পরিষদের সভা শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
গত ১৯ ফেব্রুয়ারি ২০ইং বুধবার রাতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ,সহ সেক্রেটারি শায়খ মাওলানা নাজিম উদ্দিন,সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,লন্ডনে সফররত কানাডা শাখার দায়িত্বশীল মাওলানা মিছবাহ আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন মহানগর শাখার সহসভাপতি হাফিজ শহীর উদ্দিন,মাওলানা মুহি উদ্দিন খান,সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ হামিদী,প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন,নির্বাহী পরিষদ সদস্য আলহাজ্ব বুলু মিয়া প্রমুখ।
নির্বাহী পরিষদের সভায় কর্মসূচি মধ্য ছিল কোরআন তিলাওয়াত,শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা,পরিকল্পনা গ্রহণ,হেদায়াতী বক্তব্য,সভাপতির সমাপনী বক্তব্য,মুহাসাবা,দোয়া ও মোনাজাত।
পরিশেষে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা যুবায়ের আহমদ আনছারী সাহেব এর দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা রিয়াজুল ইসলাম।