বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত: খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১১ ২০১৮, ১৫:১৫
বাংলাদেশ খেলাফত মজলিসের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ই ডিসেম্বর শনিবার রাতে পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মুফতি ছালেহ আহমদ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সাধারন সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন,সহ সাধারন সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দীন,সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,লন্ডন মহানগরীর সাধারন সম্পাদক সম্পাদক মাওলানা আজিজুর রহমান,বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল হুদা,টাওয়ার হ্যামলেট শাখার সহ সভাপতি মাওলানা মুহিউদ্দিন,প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফয়েজ আহমদ বলেছেন,আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার যে মহান লক্ষ্যে ও কর্মসূচিকে সামনে রেখে ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহঃ বাংলাদেশ খেলাফত মজলিস কে প্রতিষ্ঠা করেছিলেন সেই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ চালিয়ে যেতে হবে।২৯ বছরে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও মুসলিম উম্মাহের কল্যাণে কাজ করে এক গৌরব উজ্জ্বল ইতিহাস রচনা করেছেন যা আমাদের চেতনা জোগান করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের সবাইকে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন কে চালিয়ে যেতে হবে।