বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুল আজিজ এর ইন্তেকালে নেতৃবৃন্দের শোক প্রকাশ
একুশে জার্নাল
নভেম্বর ১০ ২০২০, ১৯:১৫
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের মুহতারাম আব্বা, বৃটেনের অন্যতম প্রবীণ শীর্ষ আলেম, সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুল আজিজ সাহেব আজ ১০ নভেম্বর মঙ্গলবার বার্মিংহামের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সম্মানিত উপদেষ্টা শায়খ মাওলানা তরিকুল্লাহ (লন্ডন), শায়খুল হাদিস মুফতি আবদুর রহমান (লন্ডন),মাওলানা আশরাফ আলী শিকদার (ব্রাডফোর্ড),মাওলানা আবদুল জলিল (ব্রাডফোর্ড),মাওলানা আবদুর রহমান (ক্যামব্রিজ), মাওলানা ফরিদ আহমদ খান (নিউপুট),মাওলানা সামছুদ্দিন (বার্মিংহাম),শায়খ মাওলানা ইয়াহয়া (ওল্ডহাম),হাফিজ জালাল উদ্দিন (ব্রাডফোর্ড),মাওলানা নুরুল হক আমিনী (নিউক্যাসেল),মুফতী হাবীব নূহ(রাইছলীপ),মাওলানা সাদেক আহমদ (লন্ডন),মুফতি ছাফির উদ্দিন,মুফতী শামীম মুহাম্মদ (ম্যানচেস্টার),হাফিজ মাওলানা ইউসূফ সালেহ (ইপছউইচ ),কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়েখ মাওলানা ফয়েজ আহমদ,সহ সভাপতি মাওলানা আবদুস ছালাম,আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ নাজির,মাওলানা খতীব তাজুল ইসলাম,শায়েখ হাফিজ মাওলানা ইকবাল হোসেন,শায়েখ হাফিজ মাওলানা ছালেহ আহমদ,আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,মাওলানা ছালেহ আহমদ হামিদী,মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ,সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান,মাওলানা নাজিম উদ্দিন,মাওলানা মুছলেহ উদ্দিন,মাওলানা ছাদিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী,সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম,প্রশিক্ষণ সম্পাদক শায়েখ মাওলানা সৈয়দ মশহুদ হুসেন,সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী সালাতুর রহমান মাহবুব,প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন,সহ প্রচার সম্পাদক মাওলানা মুহিবুর রহমান মাছুম,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,সহ সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার ফজল উদ্দিন,নির্বাহী সদস্য হাফিজ মুন্জুরুল হক,ক্বারী মাওলানা আব্দুল জলিল,হাফিজ শহির উদ্দিন,আলহাজ্ব মুহাম্মদ আলী,আলহাজ্ব মুহাম্মদ মিয়া, প্রমূখ।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেছেন,শায়খ মাওলানা আব্দুল আজিজ রহ. আমাদের একজন অভিভাবক ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করে গেছেন।তিনি দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে বহুমুখী অবদান রেখে গেছেন।নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।