বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২২ ২০১৯, ২২:৪৩

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার লন্ডনস্থ দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা গত ২০ নভেম্বর বুধবার ইষ্ট লন্ডনের একটি রেস্টুরেন্ট এর হলে অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুফতী ছালেহ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সহ-সেক্রেটারি শায়খ মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য হাফিজ শহীর উদ্দিন প্রমুখ।

সভায় আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠক ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।