বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুন ২৯ ২০১৯, ১৯:২৬
একুশে জার্নাল ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার লন্ডনস্থ দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা ও দুআ মাহফিল ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে গত ২৬ জুন বুধবার অনুষ্ঠিত হয়।যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতী ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন,মাওলানা মুসলেহ উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,নির্বাহী পরিষদ সদস্য হাফিজ মন্জুরুল হক, আলহাজ্ব মুহাম্মদ আলী তালুকদার।সভায় লন্ডনে সফররত দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা যুবায়ের আহমদ আনছারীর সাথে মতবিনিময় সভা ও আগামী ২১ জুলাই ব্রাডফোর্ডে অনুষ্ঠিত যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের বৈঠক এবং ব্রাডফোর্ড ও লিডস শাখা আয়োজিত মজলিস শূরার অধিবেশন সফলের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।পরিশেষে সড়ক দুর্ঘটনায় নিহত কানাডা প্রবাসী সংগঠনের সাথী মাওলানা মিছবাহ এর স্ত্রীর রুহের মাগফিরাত বিশেষ দুআ করা হয়।