বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ ত্রিশাল পৌরসভা আহবায়ক কমিটি গঠিত
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১৩ ২০১৮, ২২:২১
গতকাল বুধবার ( ১৩ সেপ্টেম্ব) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল পৌরসভা শাখার এক সভা স্থানীয় আব্বাসিয়া ফাযিল মাদরসা মিলনায়তনে মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর জয়েন্ট সেক্রেটারী ও ত্রিশাল আসনের এম পি পদপ্রার্থী মুফতি আব্দুল মুমিন, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল গণি জোয়ারদার প্রমূখ।
অনুষ্ঠিত সভায় মাওলানা এনামুল হককে সভাপতি, হাফেজ সেলিম মিয়াকে সদস্য সচিব, মাওলানা আসাদুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আরিফুর রহমান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা আরিফ রব্বানী, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা সাখাওয়াত হুসাইন ও মাওলানা আতাউল্লাহ নাসিরকে সদস্য করে ময়মনসিংহ এর ত্রিশাল পৌরসভা আহবায়ক কমিটি গঠন করা হয়।