বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক শাখা গঠন, যুক্তরাষ্ট্র শাখার অভিনন্দন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১২ ২০২২, ০০:২৯

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার অধীনে বাংলাদেশ খেলাফত মজলিস নিউ ইয়র্ক ষ্টেইট শাখা গঠিত হয়েছে। উক্ত নিউইয়র্ক ষ্টেইট শাখাকে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাফিজ মাওলানা মুফতী লুৎফুর রহমান ক্বাসেমী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।বিশ্বের সর্বত্র খেলাফত প্রতিষ্ঠার দাওয়াতকে বেগবান করতে হবে।ত্যাগ ও নিষ্ঠার সাথে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখতে হবে।নবগঠিত নিউইয়র্ক ষ্টেইট শাখাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান তিনি।

উল্লেখ্য,গত ৫ নভেম্বর শনিবার নিউইয়র্কের জামাইকাস্থ আমেরিকান মুসলিম সেন্টারে এই কমিটি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

নবগঠিত নিউইয়র্ক শাখার দায়িত্বশীলরা হলেন-সভাপতি,ইমাম মাওলানা আতাউর রহমান জালালাবাদী,সাধারণ সম্পাদক,ইমাম মাওলানা বশির উদ্দীন সুনামগঞ্জী সাংগঠনিক সম্পাদক,মাওলানা শাহাদত আহমদ, বায়তুলমাল সম্পাদক,ইমাম মাওলানা মোহাম্মদ উসমান।

অন্যান্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন- হাফিজ তাজুল ইসলাম, অতুল আহমদ লাবলু, সাদিকুর রহমান রিপন, মোহাম্মদ আলী খান জুনেদ।