বাংলাদেশ খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটস শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
আগস্ট ২১ ২০১৯, ২২:১৩
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন টাওয়ার হ্যামলেটস শাখার নির্বাহী পরিষদের সভা ২১ আগস্ট বুধবার ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হয়।
শাখার সহসভাপতি আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইসলাম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতী ছালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগরী শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ শহীর উদ্দিন।অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা ময়নুল ইসলাম,শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার ও গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।