বাংলাদেশ খেলাফত মজলিস ইটনা উপজেলা কমিটি গঠন

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৯ ২০১৮, ১৯:৪৮

কিশোরগঞ্জ বাংলাদেশ খেলাফত মজলিস ইটনা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
মাওঃ শাহাবুদ্দিন সভাপতি ও মাওঃ আবু ইউসুফকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস ইটনা উপজেলা কমিটি গঠন করা হয়।কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সভাপতি শায়খুল হাদিস মাওঃ আব্দুল করীম। বিশেষ অতিথি কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা শাখার সহ সভাপতি মাওঃ খাইরুল ইসলাম ঠাকুর।সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রম কে আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখা গঠন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদিস মাওঃ আব্দুল করীম বলেছেন,আদর্শ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেম উলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
-বিজ্ঞপ্তি