বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পুনর্গঠন সম্পন্ন
একুশে জার্নাল
জানুয়ারি ২৯ ২০১৯, ১৪:১২
একুশে জার্নাল ডেস্ক:বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পুনর্গঠন উপলক্ষে বার্ষিক কর্মী সমাবেশ আজ ২৯ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, বাদ জোহর সোহরাওয়ার্দী হলে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মনসুরুল আলম মনসুর।
উক্ত কর্মী সমাবেশে ২০১৮-২০১৯ সেশনের জন্য বিশ্ববিদ্যালয় সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ এনামুল হক। সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ আলম সাখাওয়াত, বায়তুলমাল সম্পাদক মনোনীত হন মুহাম্মদ জাকির হোসাইন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মুহাম্মদ আলমগীর হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ রাফি, মুহসীন আল হাসান, নাঈম আহমদ প্রমুখ।