বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখা পুনর্গঠন সম্পূর্ণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৮ ২০১৯, ২১:৫৬

একুশে জার্নাল ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার অধিনস্হ ওসমানীনগর উত্তর ও দক্ষিণ শাখা পূণর্গঠনের লক্ষে আজ ১৮অক্টোবর, শুক্রবার বিকাল ২.৩০ ঘটিকার সময় স্থানীয় তাজপুর মজলিস মিলনায়তনে উত্তর শাখার সদ্য বিদায়ী সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিন শাখার সভাপতি মোজাক্কির আহমদ নাজুর পরিচালনায় বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশানার হিসেবে উপস্থিত থেকে শাখাদ্বয় পূণর্গঠন করেন সিলেট পশ্চিম জেলার নব মনোনিত সভাপতি ফখরুল ইসলাম। উপস্থিত সহযোগী সদস্যদের প্রত্যেক্ষ ভোটে ২০১৯-২০ সেশনের জন্য দক্ষিণ শাখার সভাপতি পুনরায় নির্বাচিত হন মোজাক্কির আহমদ নাজু, সেক্রেটারি মনোনিত হন মুহাঃ আজমল হোসাইন। উত্তর শাখার সভাপতি নির্বাচিত হন হাঃ শাকিল আহমদ ও সেক্রেটারি মনোনীত হন জালাল আহমদ।
সমাপনি অধিবেশনে দক্ষিণ শাখার নবনির্বাচিত সভাপতি মোজাক্কির আহমদ নাজুর সভাপতিত্বে ও উত্তর শাখার নবনির্বাচিত সভাপতি হাঃ- শাকিল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দীন,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ওলিউর রহমান।সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মুজাম্মিল আহমদ,
ছাত্র মজলিস অফিস ও প্রচার সম্পাদক ইমদাদুল হক ইমরান, সিলেট পশ্চিম জেলা ।প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মুহাঃ-শামছুল ইসলাম।মাওঃ- জয়নাল আবেদীন
সহ সভাপতি খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা।এছাড়া
আরও উপস্থিত ছিলেন রেজাউল করীম শাব্বির, মাহবুব আলম প্রমুখ।q