বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ ভোলা থানা কমিটি গঠনের মতবিনিময় সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১০ ২০২০, ২০:৫৭

এবি হান্নান, ভোলা প্রতিনিধি;

ভোলা জেলার সকল সাংবাদিকদের বিশেষ করে অনলাইন সাংবাদিকদের স্বার্থ রক্ষা, ন্যায্য দাবি আদায়ে সকল সাংবাদিক একত্রিত হয়ে কাজ করা লক্ষে ভোলায় সদর থানায় “বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন” সদস্যদের মাঝে আলোচলা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১০টায় ভোলা সদরে সমবায় মার্কেট এর ৩য় তলায় ভোলার বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এর ভোলা সদর থানার সদস্যদের নিয়ে কমিটি গঠনের লক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন এর ভোলা জেলা কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম সহ-সভাপতি জুলফিকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুবেল হোসেন, সহ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ডালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ দাউদ ইব্রাহীম সোহেল সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনির।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ভোলা সদর থানার কমিটির সভাপ্রতি মোঃ আমজাদ, সিনিয়রসহ সভাপতি এবি হান্নান, সাধারণ সম্পাদক আশরাফুল রহমান ইমন, সহসাধারণ সম্পাদক মোঃ ইকবাল যুগ্ন সাধারন সম্পাদক টিপু সুলতান,সহ-সাংগঠনিক বনি আমিন সহ আরো অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় সকল সংবাদিক মত বিনিময় করেন।

সভাপতি ফরিদুল ইসলাম বলেন, আমরা সকল সাংবাদিকরা এই সংগঠনেরর মাধ্যমে একতাবদ্ধভাবে কাজ করবো, সবার পাশে আপদে বিপদে পাশে থাকবো।সেই লক্ষে আমরা সামনে এগিয়ে যাব একতাবদ্ধভাবে।

সাধারণ সম্পাদক মোঃ আলী বলেন, আমরা সাংবাদিকরা সবাই একতা বজায় রেখে সামনে এগিয়ে যাব এই লক্ষে আমরা ভোলা জেলায় প্রতিটি থানায় ধাপে ধাপে কমিটি গঠন করে যাবো।

একসময় আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের সকল সাংবাদিক কর্মীদের ন্যায্য দাবি তুলে ধরবো এবং সকল অন্যায়ের প্রতিবাদে পাশে থেকে কাজ করব।

দেশের সকল সাংবাদিকদের কাছে এই সংগঠনের আহ্বান তাদের মাঝে পৌছিয়ে দিয়ে বাস্তব জীবনে সংগঠনের প্রয়োজনীয়তা অনুশীলনে দায়িত্বানুভুতি জাগ্রত করার লক্ষে কাজ করবো ইনশাআল্লাহ।