বাংলাদেশে সন্ত্রাস, ভূমি দস্যুদের ঠাই হবে না: কৃষকদল নেতা বাবুল
একুশে জার্নাল
মার্চ ১৮ ২০২৫, ২৩:০৬

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বাংলাদেশ জাতীয় তাবাদী শক্তির দল হচ্ছে বাংলাদেশ কৃষক দল।
আমরা সবাই শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে রাজনীতি করি, বিধায় আগামী দিনের তারুণ্যের প্রতীক তারেক রহমানের বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি দস্যু বা দালালদের ঠাই নেই। শহীদ জিয়াউর রহমানের আদর্শে নেতাকর্মীকে একযোগে মাঠে কাজ করার আহবান জানান তিনি। রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ-সব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাবেক সভাপতি মনজুরুল হাসান খান, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, আলমগীর কবিরাজ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মোল্লা, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ ওয়াদুদ মিয়া, ফরিদপুর জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক-সজিব ঘোষ, মুন্সি জহুরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস ছামাদ, সদরপুর উপজেলা কৃষকদলের সভাপতি ফজলুর রহমান ও বনি মজুমদার।
উক্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা শরীফ সোহান ও চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্লা।