দেশে করোনাক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড: একদিনে আক্রান্ত ৩৪১ মৃত্যু ১০

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৬ ২০২০, ০৯:৪৫

গতকাল পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছিল ২১৯ জন। মোট শনাক্ত রোগী ১২৩১ জন। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছিল ৪ জন। এদের মধ্যে তিন জন পুরুষ এবং এক জন নারী। বাংলাদেশে মোট মারা গিয়েছিল ৫০ জন।

আজ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৪১ জন ও
মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৫৭২ জন ও মোট মৃত্যু ৬০ জন।

নতুন করে মারা যাওয়া চার জনের মধ্যে ৭০ বছরের বেশি বয়স ২ জনের। আর ৫০ বছর একজন রয়েছেন যিনি চিকিৎসক মইনউদ্দিন। তিনি ১৫ই এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ৩৫-৪০ বছরের মধ্যে একজন। তবে কোভিড-১৯ ছাড়াও তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।

গত ২৪ ঘণ্টায় ২০৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ১৭৪০ টি নমুনা পরীক্ষার পর এই সংখ্যা পাওয়া যায়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারের রিপোর্টটি যথাসময়ে হাতে না পাওয়ার কারণে গতকালের তুলনায় আজকের পরীক্ষার সংখ্যা কম বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশন রয়েছেন ৭১ জন। এনিয়ে মোট ৪৩৩ জন আইসোলেশনে রয়েছেন।

সারা দেশে ৬৪ জেলার সব উপজেলা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ২৪ ঘণ্টায় আরো ৭ জন সুস্থ্য হয়েছেন এবং এ নিয়ে মোট ৪৯ জন সুস্থ্য হয়েছেন।

নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। নতুন করে গাজীপুর, ময়মনসিংহ ও কেরানীগঞ্জেও বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। এসব এলাকায় লকডাউন কঠোরভাবে কার্যকরের কথা জানানো হয়।