বাংলাদেশে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৩ ২০২০, ০০:৩১

মাহবুবুর রহমান, রূপগঞ্জ প্রতিনিধি (নারায়ণগঞ্জ): রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘বাংলাদেশে প্রতিবন্ধীদের অধিকার’ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, ব্যবস্থাপনায় ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মমতাজ বেগম। আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শাহ্জাহান ভূঁইয়া প্রতিবন্ধীদের নিয়ে বর্তমান সরকার যে সকল কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন তা তুলে ধরেন। বিশেষ করে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের গৃহীত অটিষ্টিক শিশুদের চিকিৎসাসেবা সম্পর্কে আলোচনা করেন।

উক্ত সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।