“বাংলাদেশের ৫ লাখ ইমাম-খতিবকে সংগঠিত করা গেলে ৫ কোটি মানুষের মন-মেজায পরিবর্তন করা সম্ভব”
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১৪ ২০১৯, ১৮:২৪
- “বাংলাদেশের ৫ লাখ ইমাম-খতিবকে
সংগঠিত করা গেলে ৫ কোটি মানুষের
মন-মেজায পরিবর্তন করা সম্ভব”
জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে তারবিয়ত ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেন, “বাংলাদেশের ৫ লাখ ইমাম-খতিবকে
সংগঠিত করা গেলে ৫ কোটি মানুষের
মন-মেজায পরিবর্তন করা সম্ভব”।
তিনি বলেন, “আমি মসজিদের মিম্বর থেকে হক, সত্য ও ন্যায়ের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানাই। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য হতে হবে।”
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মুফতি কিফায়তুল্লাহ কাশফী, মাওলানা আমজাদ হোসাইন, অধ্যাপক মুফতি হুমায়ুন কবির, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা মনসুরুল হক জিহাদী প্রমুখ।