বাংলাদেশের উন্নয়নে নারীদের অসামান্য অবদান রয়েছে; হাজী মোঃ কাশেম

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৮ ২০২০, ১২:১৬

আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নারীদের অসামান্য অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ কাশেম।

৮ মার্চ (রবিবার) সকালে দীঘিনালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র‍্যালী শেষে দীঘিনালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, সামাজিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রক্রিয়ার রূপান্তরে নারীর ক্ষমতায়ন বিশেষ ভূমিকা পালন করছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রেক্ষাপট বর্ণনা করে তিনি জানান, কিছু অভিনব উদ্যোগ বিশেষ করে ক্ষুদ্রঋণ ও তৈরি পোশাকশিল্পে নারীদের নিয়োগ ও এর মাধ্যমে নারীরা তাঁদের সীমাবদ্ধ গণ্ডি অতিক্রম করে উৎপাদনমুখী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নীতিসহায়তার কারণে বাংলাদেশের লাখো নারী তাঁদের শত বাধা-বিপত্তি অতিক্রম করেছেন।

উক্ত সভায় দীঘিনালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) সীমা দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম উবায়েদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জওহর লাল চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিটু দেওয়ান, ২ নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।