লন্ডনে মসজিদের জন্য পূর্বের লকডাউন নীতিমালা মেনে চলুন- বাংলাদেশী মুসলিমস ইউকে

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৫ ২০২০, ১৭:২৬

লন্ডনে সর্বদলীয় উলামা সংগঠনের আহবান,
মসজিদের জন্য পূর্বের লকডাউন নীতিমালা
মেনে চলুন, সরকারের ঘোষনা সুষ্পষ্ট নয়

একুশে জার্নাল লন্ডন: মসজিদ এবং ধর্মিয় উপাশনালয় খোলার ব্যাপারে সরকারের ঘোষনা পর্যালাচনা ও করনীয় বিষয়ে আলোচনার জন্য গত কাল ১৪ জুন রবিবার বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউ কে’র সর্বোচ্চ পরিষদের সভা অনুষ্ঠিত। এতে ১৫ জুন সোমবার থেকে মসজিদ ও ধর্মিয় উপাশনালয় খোলার ব্যাপারে সরকারের ঘোষনাকে অস্পষ্ট ও মসজিদে জামাতে নামাজ ও জুমআ আদায়ের জন্য উপযুক্ত নয় বলে অভিমত ব্যক্ত করা হয় । সভায় পরবর্তী সুস্পষ্ট ও পূর্ণাংগ ঘোষনা না আসা পর্যন্ত মসজিদ সমূহে পূর্বের মতোই লকডাউন নীতিমালা অনুসরন এবং তা জামাতে নামাজের জন্যে উন্মোক্ত না করার জন্য মসজিদ কমিটি সমূহের প্রতি আহবান জানানো হয় ।

সভায় মুসলিম কাউন্সিল অফ বৃটেন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অফ মস্কস এর অনুরুপ আহ্বানের সাথেও ঐকমত্য পোষন করা হয়।

সকলের অবগতির জন্য সভায় আরো বলা হয় , একা এক জন করে মসজিদে প্রবেশ এবং নামাজ আদায়ের সরকারী নির্দেশনা জামাতে নামাজ আদায়ের সূযোগ নিশ্চিত করেনা । সুতরাং সরকারের বর্তমান অবস্থান অষ্পষ্ট ও অসম্পূর্ণ , যা মসজিদ গুলোকে লকডাউন নীতিমালা ভঙ্গের ঝুকির মধ্যে নিক্ষেপ করবে। তাই এই বিশেষ পরিস্থিতিতে ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষন এবং পূর্ববত নিজ নিজ ঘরে নামাজ আদায় এবং সর্বক্ষেত্রে সোস্যাল ডিসট্যান্সিং মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
সভায় এও বলা হয় যে কাউন্সিল অফ মস্কস , মুসলিম কাউন্সিল অফ বৃটেন এ ব্যাপারে উর্ধতন কতৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছেন । এতদসংক্রান্ত নতুন কোন ঘোষনা আসলে তা পর্যালাচনা করে মসজিদ সমূহের করনীয় সম্পর্কে তৎক্ষনাত তা সকলের অবগতির জন্য জানানো হবে।

বাংলাদেশী মুসলিমস ইউ কে’র সভাপতি মাওলানা এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইসলামিক শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সাঈদ, কাউন্সিল অফ মস্কস এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, ইস্ট লন্ডন মসজিদের খতীব শায়খ আব্দুল কাইয়ূম, মাইল অ্যান্ড মসজিদের চেয়ারম্যান মাওলানা শায়খ জমশেদ আলী, সেন্টার ফর ইসলামিক গাইডেন্স এর চেয়ারম্যান মাওলানা এ কে মওদুদ হাসান, ইস্ট সাইড ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ও খতীব মাওলানা আব্দুল কাদির সালেহ, মারকাজুল উলুমের চেয়ারম্যান মাওলানা শোয়াইব আহমদ, আল আকসা মসজিদের খতীব মাওলানা সাদিকুর রহমান, মাজাহিরুল উলুম এর প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান মাদানী, দারুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, লন্ডন ইকরা একাডেমির পরিচালক মাওলানা এফ কে শাহজাহান, ইস্টসাইড ইসলামিক সেন্টারের ট্রেজারার মাওলানা তায়ীদুল ইসলাম প্রমুখ।

সভায় বাংলদেশে বিগত কয়েক দিনে বেশ কিছু উলামাদের ইন্তেকালে বিশেষ করে শেখ মাওলানা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী, মাওলানা আব্দুল লতীফ নিজামী, মাওলানা শেখ মুজিবুর রাহমান পেশওয়ারী মাওলানা শেখ তৈয়েব সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস লক্ষাপুরী, কুদরতউল্লাহ মসজিদের ইমাম ও খতীব মাওলানা ক্বারী জমীর উদ্দীন সাহেব সহ সকলের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্টিত হয়, মোনাজাত পরিচালনা করেন শেখ মাওলানা জমসেদ আলী সাহেব।