বাংলাদেশী উলামা মাশায়েখ ইউকে পূর্নগঠন সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৮ ২০২৫, ১৮:৫৪

গত ২৩ মে ২০২৫, লন্ডন মুসলিম সেন্টারে বাংলাদেশী উলামা মাশায়েখ ইউকের মজলিসে কিয়াদত ও আমেলার এক সভা অনুষ্ঠিত হয়। আমেলার সভাপতি শায়েখ এ কে এম মওদুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সভায় সর্বসম্মতি ক্রমে ২৫/২৬ সেশনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উপস্থিতিদের পরামর্শে সভাপতি নির্বাচিত হন, শায়েখ আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক পুনঃমনোনিত হন, মাওলানা শাহ মিজানুল হক।

সর্বদলীয় উলামা মাশায়েখ সংগঠনের উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন শায়খ হাফিজ মাওলানা আবু সাঈদ, সাবেক সভাপতি শায়খ মওদুদ হাসান, প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ, শায়খ এমদাদুর রহমান মাদানী, মাওলানা হাফেজ আবুল হোসেন খান, হাফেজ আব্দুল কাদির, মাওলানা মমিনুল ইসলাম ফারুকী, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা শাহজাহান আহমেদ, মাওলানা দিলোয়ার হোসাইন, মুহাম্মাদ সাকিব হাসান সহ প্রমুখ।

বাংলাদেশের সার্বিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন উলামা মাশায়েখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলমান সংকট নিরসনের লক্ষ্যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবে অর্জিত স্বাধীনতাকে লক্ষ্যে পৌঁছে দেয়ার আহবান জানান।