বাংলাদেশি প্রথম নারী হিসেবে নাসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পেলেন গোলাপগঞ্জের মাহজাবিন
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২৬ ২০১৯, ২২:১৮
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘নাসায়’ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের গোলাপগঞ্জের মাহজাবিন হক। তিনি নাসায় নিয়োগ পাওয়া একমাত্র বাংলাদেশি প্রথম নারী।
জানা গেছে, মাহজাবিন হক চলতি বছর মিশিগানের ওয়েন স্টেইট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। পেইন্টিং ও ডিজাইনে পারদর্শী মাহজাবীন হক ২০০৯ সালে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান।
মাজহাবিনের বাবা সৈয়দ এনামুল হক সিলেটে অবস্থান করলেও তার সঙ্গে রয়েছেন মা ফেরদৌসী চৌধুরী ও একমাত্র ভাই সৈয়দ সামিউল হক। ভাই সৈয়দ সামিউল হক ইউএস আর্মিতে কর্মরত।
তারা সিলেট নগরীর কাজীটুলাস্থ হক ভবনের স্থায়ী বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামে।
সৈয়দ এনামুল হক পূবালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার বলে জানা গেছে।
মাহজাবিন হক যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেইট ইউনিভার্সিটি অধ্যয়নকালে দুই দফায় টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে ইন্টর্নশীপ করেছেন। প্রথম দফায় তিনি ডাটা এনালিস্ট ও দ্বিতীয় দফায় সফটওয়্যার ডেভেলপার হিসেবে মিশন কন্ট্রোলে কাজ করেন। দুই দফায় ৮ মাস দুটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন তিনি।
মাহজাবিন হক জানান, এর আগেও নাসা, অ্যামাজনসহ বিশ্বের অনেক খ্যাতনামা কোম্পানি থেকে তিনি জবের অফার পেয়েছেন। এর মধ্যে নাসাকেই তিনি বেছে নেন।