বাঁশখালী সরল ইউনিয়নের উদ্যোগে হ্যান্ড স্যানিটেশন বিতরণ; ৪ বাড়ী লকডাউন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০২০, ১৪:০২

জসিম উদ্দীন মিছবাহ;বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী ৭নং সরল ইউনিয়ন পরিষদ ৪টি বাড়ী লকডাউন ঘোষনা করেছেন। বাড়ী গুলো লাল পতাকায় চিহ্নিত করা হয়েছে।করোনা প্রতিরোধে প্রতিটি মানুষকে সচেতন হওয়ার দাবীতে সরল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী বলেন করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন তাদেরকে অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি তা কেউ অমান্য করেন বা সেই ব্যক্তিকে আত্মীয় হিসেবে কেউ বিষয়টি গোপন রাখেন সেক্ষেত্রে আমি নিজে পুলিশ ও প্রশাসনে খবর দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।তিনি আরো বলেন, আক্রান্ত একজন লোকের কাছ থেকে এই করোনা ভাইরাস ৩০ হাজার ব্যক্তির মাঝে ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে সচেতনতা মূলক ব্যানার ফ্যাস্টুন ও বিদেশ থেকে আশা ব্যক্তিদের ঘর চিহ্নিত করে গ্রাম পুলিশের মাধ্যমে চিহ্নিত করে রেখেছেন এবং জনগনকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

এছাড়া মাইকেও প্রচারণা চালিয়ে এলাকা বাসিকে জানিয়ে দিয়েছেন। ব্যানার ফ্যাস্টুনে হাসপাতালের জরুরী নাম্বার দেয়া থাকবে। তিনি সকল শ্রেনী পেশার মানুষকে করোনা ভাইরাসের বিষয়ে ঐক্যবদ্ধ ও সচেতন থেকে মোকাবেলার আহবান জানান। এবং সর্বাক্ষনিক সরকারের ধারাবাহিক নিয়ম অনুযায়ী ইউপি সচিব, ইউপি সদস্যসহ সবাই সর্তকতা মূলক ব্যবস্থপনা চালু রেখেছেন।