বাঁশখালীতে যাত্রীবেশে ছিনতাই কালে তিন কিশোর আটক
একুশে জার্নাল
অক্টোবর ২৬ ২০২০, ১৫:২১
জসিম উদ্দীন মিছবাহ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীর প্রধান সড়কে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী বেশে উঠে অস্ত্র দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইকালে এ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
আজ রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বাঁশখালীর প্রধান সড়কের পালেগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো বাণীগ্রামের হাছান মনছুরের ছেলে মিজবাউল হক(১৮), সেলিমের ছেলে আকিব(১৬), বৈলগাঁও-এর ফেরদৌসের ছেলে তানজিদ(১৬)।
পেকুয়া সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের নামে যাত্রী মিজানুর রহমানকে উঠিয়ে পালেগ্রাম এসে ছোরা দিয়ে হত্যার ভয় দেখিয়ে তার সাথে থাকা নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট কেড়ে নিয়ে পথিমধ্যে নামিয়ে দেয়া হয়।
বিষয়টি টহলরত পুলিশ দেখতে পেয়ে ধাওয়া করে ৩ জনকে আটক করে। একজন পালিয়ে যায়।
পুলিশ তাদের ব্যবহৃত অটোরিকশা, ছোরা, লুণ্ঠিত এক হাজার টাকা ও মোবাইল ফোনটি উদ্ধার করে।
গ্রেফতার আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, “তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে এবং আদালতে সোপর্দ করা হবে।”