বাঁশখালীতে ধর্ষণ মামলার আসামি র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৫ ২০২০, ১৫:৫৪

জসিম উদ্দীন মিছবাহ,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি;

বাঁশখালীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল মজিদ নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেঁচুরিয়া ঘোনাপাড়ার লেদু মিয়ার পুত্র।

আজ সোমবার ১৫ মে বাঁশখালীর মিয়ার বাজার এলাকায় ধর্ষক আব্দুল মজিদের সাথে র‍্যাবের বন্দুকযুদ্ধে হয়। সেখানে আব্দুল মজিদ নিহত হয়। মৃতদেহের পাশ থেকে একটি এলজি এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুল মজিদ ধর্ষণ মামলার ১ নং আসামি। তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বাঁশখালী থানা।