বাঁশখালীতে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৩ ২০২০, ১৮:৫৫

জসিম উদ্দীন মিছবাহ, বাঁশখালী প্রতিনিধি;
করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষার জন্য সতর্কতা হিসাবে সারা দেশের মত বাঁশখালী উপজেলায় ও লকডাউন চলছে। কর্মক্ষম মানুষ কর্মহীন হয়ে আজ দিশেহারা । মুসলমানদের সামনে হাজির হয়েছে পবিত্র রমজানুল মোবারক । রমজানুল মোবারককে সামনে রেখে আসহায় মানুষের মুখে হাঁসি ফোটাতে, আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় চলমান পরিস্থিতি অনুযায়ী
সামাজিক দূরত্ব বজায় রেখে। চট্টগ্রাম বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নস্থ হারুনবাজার কানুনগোখিল এলাকার দ্বীনি ও সমাজসেবা
সংগঠন “আল্লামা আবুল কালাম রহঃ ইয়ং সোসাইটির” উদ্যোগে কানুনগোখিল ও তার পার্শবর্তী এলাকার ১২৫ টি হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। এ সময় সময় উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওঃ মুহাম্মদ মাহমুদুল ইসলাম হোসাইনী সভাপতি জনাব মাওঃ মুহাম্মদ ইউছুপ, সাধারণ সম্পাদক মাওঃ মুহাম্মদ ইয়াকুব কাছেমী, সহ সভাপতি মাওঃ মুহাম্মদ শফি উল্লাহ্, সিনিয়র সহ সভাপতি মাওঃ মুফতি মুহিব্বুল্লাহ্ প্রচার সম্পাদক মুহাম্মদ আলমগীর, অফিস সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ্ সহ-প্রচার সম্পাদক আতাউল্লাহ্ মুহাম্মদ ইয়াছিন। সার্ভেয়ার মুহাম্মদ ফোরকান উদ্দীন হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম, মাওঃ মুহাম্মদ নাছির উদ্দীন জাফর, মুহাম্মদ শরিফুল্লাহ্, আরিফুল ইসলাম সংগঠনের বিভিন্ন দ্বায়িত্বশীলবৃন্দ।
সংগঠনের প্রধান উপদেষ্টা মাওঃ মাহমুদুল ইসলাম বলেন, এই দূযোর্গ পরিস্থিতিতে আমরা এলাকার হত-দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করার সুযোগ করে দেওয়া
আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি এবং সংগঠনের সদস্য ও সহযোগিকারীদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা সবার মেহনত ও দানগুলো কবুল করুক।
তিনি আরো বলেন, এভাবে সকল সামাজিক সংগঠন ও এলাকার বিত্তশালীরা যদি এগিয়ে আসে তাহলে আসহায় মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটবে। তাই আমি সকলকে এগিয়ে আসার আহ্বান করছি।