বাঁশখালীতে ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৫ ২০২০, ১৯:৪১

জসিম উদ্দীন মিছবাহ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপুরনের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিগত ৩ মাস যাবৎ অতি বর্ষনে ধান, কুমড়া, বেগুন, বটবটি,ঢেড়স ইত্যাদি ক্ষেতফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। কৃষকরা এখন সর্বস্ব হারিয়ে পথে বসেছে।প্রত্যেকের কমপক্ষে ৩০ হাজার থেকে লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তারা যেন চির দুঃখী, দেখার কেউ নেই। এনজিও সংস্থার ঋন দিতে গিয়ে সহায় সম্বল হারিয়ে অনেকে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে। সরকারের কাছে কৃষকের ক্ষতিপুরণ, রেশন, বিনা সুদে সহজ কিস্তিতে সরকারী কৃষিব্যংক বা সোনালী ব্যংকের মাধ্যমে ঋন সহায়তার দাবীতে বৃহষ্পতিবার দুপুরে ইউএনও ও কৃষি কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করবে “ক্ষতিগ্রস্থ কৃষক সমাজের” ব্যানারে। ক্ষতি গ্রস্থ কৃষকের প্রতিনিধি ও সাংবাদিকদের থাকার বিনীত অনুরোধ করেন
উপস্থিত ছিলেন কৃষক নেতা শংকর প্রসাদ দাশ, অমৃত কারন, সুজিত চক্রবর্তী, নুরুল ইসলাম, মিনা রানী সরকার মোছাঃ মোহছেনা বেগম, শিব্বর আহম্মদ কালু, রনধীর বড়ুয়া বাটু, দয়াল দাশ, শংকর দে, সুব্রত দে, সুবীর দে, বিপ্লব দেব, দিলীপ দে, মনতোষ দাশ, মোঃ ছকির, মোঃছিদ্দিক, মাহবুব, মনির আহমদ, আশীষ দে, প্রমুখ।