বাঁশখালীতে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির দায়ে স্কুল শিক্ষক বহিস্কারের সিদ্ধান্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৮ ২০২০, ০০:৫৭

জসিম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালীর বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারী শিক্ষক শিবানন্দ দেবকে বিদ্যালয় থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় আলেম ওলামা ও তৌহিদী জনতার আন্দোলন, মিছিল স্বারকলিপি এবং সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে অভিযোগ এবং কুলাঙ্গার ধর্ম বিদ্ধেষী শিক্ষকের অপসারণের দাবী জানানোর প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেন।

বাহারছড়া ইউনিয়ন মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ওসমান গনি বলেন, স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করায় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও বাঁশখালী থানার ওসিসহ প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটিকেও ধন্যবাদ জানাই। একই সাথে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পাশাপাশি তাকে দ্রুত আইনের আওতায় আনতে আমরা দাবী জানাচ্ছি। কারণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চক্রান্তকারী ব্যক্তি কখনো ছাড় পেতে পারেনা। শান্তিপুর্ণ সহাবস্থানের পথে বাঁধা এসব কুলাঙ্গারদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া প্রয়োজন।