বাঁশখালীতে আজ নতুন করোনা শনাক্ত ১২ জন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৩ ২০২০, ২০:৪২

জসিম উদ্দীন মিছবাহ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সম্প্রতি আক্রান্ত হওয়া ২ পরিবারে কন্টাক্ট ট্রেসিং করে ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদের মধ্যে উক্ত ২ পরিবারের ৩ বাড়িতে মোট ১১ জন ও ১ জন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চেচুরিয়ার বাড়িতে ৩ জন, জলদীস্থ তার বাপের বাড়িতে ৪ জন এবং জলদী আশকরিয়া পাড়াস্থ অপর আক্রান্তের বাড়ির ৪ সদস্যসহ মোট ১১ জনের করোনা পজিটিভ৷ আক্রান্ত স্বাস্থ্যকর্মীর বাড়ি কাথরিয়ায়।

এ পর্যন্ত বাঁশখালীতে আক্রান্তের সংখ্যা ১৭। সুস্থ ১। বাঁশখালী প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাঁশখালীর মানুষ আতঙ্কিত হবেন না, আক্রান্ত পরিবারের ঘরগুলো আগে থেকেই লকডাউন করা আছে।

(সূত্র: সিভাসু ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)