বহির্শক্তিগুলো এনজিও-দের মাধ্যমে ৬,৬১৬ কোটি টাকা ব্যয় করছে -ড. আ.ফ.ম খালিদ হোসেন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১১ ২০১৯, ১১:৩৯

“বিদেশী শক্তিসমূহ ২০১৭-১৮ সালে এনজিও-দের মাধ্যমে ৬,৬১৬ কোটি টাকা ব্যয় করে তাদের এজেন্ডা
বাস্তবায়ন করছে করছে বলে মন্তব্য করেন চট্রগ্রাম ওমর গণি হাই স্কুলের অধ্যাপক ও ইসলামি গবেষক ড. আ.ফ.ম খালিদ হোসেন

আজ শুক্রবার (১১ জানুয়ারী) বাংলাদেশের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষা নিকেতন হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলামের বার্ষিক মাহফিলে বক্তব্যদানকালে তিনি এবকথা বলেন।

দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে ড. আফম খালেদ হোসেন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আমাদের অবদান রাখতে হবে আপন আপন অবস্থান থেকে।

বৈদেশিক সাহায্যনির্ভর হয়ে একটি দেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সময়ের ব্যবধানে আমাদের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১৭৫১ মার্কিন ডলারে। দেশের শিক্ষার হার ৭২.৭৬। দরিদ্রতার হার নেমে এসেছে ২১.০৮ এ।

চরিত্রবান, দেশপ্রেমিক ও ঈমানদার নাগরিক তৈরী করে সমাজে নৈতিকতার পরিবেশ সৃষ্টিতে কওমি মাদরাসা সমূহের অবদান বিশাল। সন্ত্রাসবাদ ও নাস্তিক্যবাদ মুকাবেলায় ওলামায়ে কেরাম আপোষহীন। দেশী বিদেশী শত্রু সম্পর্কে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে।