বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৩ ২০২১, ২১:৫৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বর্তমান নির্বাচন কশিন সরকারের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে।
তিনি বলেন, সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী এবং কর্মীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীরা একের পর এক হামলা, মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা, প্রার্থীদেরকে বেধড়ক মারধর করে সরকার নিজেদের পতন ডেকে আনছে। সরকার দলীয় মাস্তানদের মাস্তানী বন্ধ না হলে দেশে নতুন সঙ্কট শুরু হবে, যে সঙ্কট থেকে অনিবার্য গণবিস্ফোরণ তৈরী হবে; যা সরকারের করুণ পরিণতি ডেকে আনবে।
মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, গতকাল তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুমিল্লার হোমনা থানার নিলখি ইউনিয়নে হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মো. ময়নাল হোসেনকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়ে ছিড়ে ফেলে দিয়ে নির্বাচন কমিশনকেই অপমানিত করেছে। কিন্তু দুঃখের বিষয় হোমনা নির্বাচন কমিশন প্রতিবাদটুকুও করলো না। হাতপাখার প্রার্থী মো. ময়নাল হোসেনকে মাঠে নামিয়ে বেধড়ক মারধর করে হোমনা থানা যুবলীগ সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী। কিন্তু ঘটনার ৩০ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত যুবলীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করেনি।
আজ ৩ নভেম্বর ২০২১ এক বিবৃতিতে মহাসচিব আরো বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখার প্রার্থীদের মনোনয়ণপত্র জমা প্রদানে বাধাদান ও হুমকি-ধমকি ও হয়রানীর করছে সরকারদলীয় মাস্তানরা। সরকারদলীয় সন্ত্রাসীদের এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না হলে আগামীতে দেশে সঙ্কট আরো প্রকট হবে।