বর্ণচোরা উন্নয়ন
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৪ ২০১৯, ০০:৪৮

রিতা ফারিয়া রিচি
হারাম খেয়ে পেটটা তোদের
দূর্নীতির এক ডিব্বা,
ছলচাতুরির কষাঘাতে
শীঘ্র যাবি নিব্বা!
সবার মাঝেই দূর্নীতি আজ
মালিক কিংবা দাসে,
সৎ লোকেরা ঘায়েল এখন
কু-লোকেদের বাঁশে৷
নন্দিত কী পারলি হতে
তুলে নিলি নিন্দা,
বেঁচে আছিস পরাজয়ের
টাই-ব্লেজার পিন্দা!
ছিঁটেফোটা লজ্জাও কী
নাই রে তোদের বিন্দু,
দেশটাকে তো করেই দিলি
দূর্নীতির এক সিন্ধু৷
বর্ণচোরা- উন্নয়নে
হইলিনা আর বেষ্ট টা,
ঠকবাজি আর জোচ্চুরিতে
ভরেই দিলি দেশটা৷
নাচন-কুদন যতই করিস
দেখেই নেবো শেষটা,
পারলে থামাস হাত আমাদের
করেই দেখিস চেষ্টা৷